ব্রেকিং নিউজ রাজ্য

শর্বরী দত্তের রহস্য মৃত্যু

বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধল। রাত ১২টা ১৫ মিনিট নাগাদ বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। রাতে তাঁকে বাথরুমে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। ডাকা হয় পারিবারিক বন্ধু ও চিকিৎসক অমল ভট্টাচার্যকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কড়েয়া থানা এবং কলকাতা পুলিসের হোমিসাইড শাখা। কিভাবে এই মৃত্যু হল?‌ তা নিয়েই শুরু তদন্ত।
পরিবার সূত্রে খবর, ৬৩ বছর বয়স হলেও শর্বরী দেবীর তেমন কোনও অসুস্থতা ছিল না। রাতে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া করেছিলেন তিনি। শর্বরী দত্তের ছেলে অমলীন দত্ত জানান, বুধবার রাতে তাঁদের সঙ্গে রাতের খাওয়ার সময় দেখা হয়। নিজের খাওয়া নিয়ে তিনি ঘরে ঢুকেছিলেন। বৃহস্পতিবার সারাদিন তাঁর কোনও খবর না পাওযায় তাঁরা মনে করেছিলেন কোনও কাজে হয়তো বাইরে গিয়েছেন। পরে এভাবে দেহ উদ্ধার হল।
মনে করা হচ্ছে শৌচাগারে পড়ে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। কী কারণে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখবে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। বেশ কয়েক দশক ধরে ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন শর্বরী দত্ত। বাংলা চলচ্চিত্র জগতেও তিনি ছিলেন অতি সুপরিচিত নাম। সুতরাং তাঁর এভাবে মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শৌচাগার থেকে দেহ উদ্ধার করা হয়েছে। কানে চোট আছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। আজই এনআরএস হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। উল্লেখ্য, দেশ–বিদেশের সংস্কৃতিকে পুরুষদের ফ্যাশনের সঙ্গে জুড়েছিলেন শর্বরীদেবী। প্রায় ৩০ বছর আগে ভারতীয় পুরুষদের জন্য ভাবতে শুরু করেন তিনি। তাঁর স্টোর ‘শূন্য’ ভরে ওঠে পুরুষদের এথনিক কালেকশনে। এখনও পর্যন্ত তাঁর মতো পুরুষদের ফ্যাশন নিয়ে কেউ কাজ করেননি।