চিনের সমর্থনে কাশ্মীরের হারানো মর্যাদা ফিরবে। রবিবার এক জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিতর্কিত মন্তব্য করলেন জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। জম্মু ও কাশ্মীর নিয়ে কেন্দ্রের সমালোচনা বারবার করলেও এতটা বিস্ফোরক আগে কখনও হননি। তাঁর মতে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের আগ্রাসনের মূল কারণ ৩৭০ ধারা বিলোপ। কাশ্মীরে বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তই চিনকে প্ররোচিত করেছে বলে দাবি ফারুক আবদুল্লার। এইসব মন্তব্য নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।
রবিবার ফারুক আবদুল্লা এক সাক্ষাৎকারে বলেন, ‘চিনের সমর্থনে জম্মু–কাশ্মীরে ৩৭০ ধারা ফিরে আসবে। এলএসিতে চিনের আগ্রাসনের পেছনে আসল কারণ কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ। চিন কখনই কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপকে সমর্থন করেনি। আশা করছি, চিনের সমর্থনেই কাশ্মীরে ওই ধারা ফিরবে। আমি কখনও চিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ করিনি। মোদীজি তাঁকে ডেকেছিলেন। তাঁর সঙ্গে দোলনায় দুলেছিলেন। তাঁর সঙ্গে খাওয়াদাওয়া করেছিলেন। ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্র যা করেছে তা গ্রহণযোগ্য নয়।’
উল্লেখ্য, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা নিয়ে আগেই উষ্মাপ্রকাশ করেছে চিন। চিনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসকে বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, চিন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখকে মান্যতা দেয় না। ভারত বেআইনিভাবে এটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে। এবার তাতেই যেন ঘৃতাহুতি দিলেন ফারুক।