দেশ ব্রেকিং নিউজ

মোদীর মা’‌কে চিঠি কৃষকদের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার বলেও কাজ হয়নি। কৃষি আইন বাতিল করা তো দূর, বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে দেখাও করেননি তিনি। তাই এবার মোদীর মা হীরাবেনের দ্বারস্থ হলেন এক বিক্ষোভরত কৃষক। প্রধানমন্ত্রীর মায়ের কাছে হরপ্রীত সিং নামের ওই কৃষকের অনুরোধ, তিনি যেন নিজের সন্তানকে বুঝিয়ে কৃষি আইন বাতিল করার নির্দেশ দেন।
কৃষকদের বক্তব্য, সরকারের তিনটি কৃষি বিল আখেরে কৃষকদের ক্ষতি করবে। সরকার বলছে উল্টো কথা। তিনটি কৃষি আইন কৃষক ও সরকারের মাঝে থাকা ফড়েদের নিশ্চিহ্ন করবে। তবে সেসব মানতে নারাজ কৃষকরা। প্রায় দু’‌মাস ধরে পাঞ্জাব, হরিয়ানা–সহ বেশ কিছু রাজ্যের কৃষকরা রাজধানীর সীমান্তে আন্দোলনে বসেছেন। তাঁদের সেই আন্দোলন আরও বৃহত্তর আকার নিচ্ছে দিনের পর দিন।
হীরাবেন মোদীর কাছে ওই কৃষকের অনুরোধ, দয়া করে আপনার ছেলেকে বোঝান। এই কালো আইন বাতিল হলে গোটা ভারত জিতবে। কেউ হারবে না। চিঠিতে ওই কৃষক লিখেছেন, খুব কষ্টে আপনাকে চিঠি লিখেছি। আপনি জানেন, আমাদের অন্নদাতারা, যারা গোটা দেশের মানুষের মুখে অন্ন তুলে দেন, তাঁরা এখন কষ্টে আছেন। দিল্লির এই ঠান্ডা উপেক্ষা করে ৯০–৯৫ বছরের বৃদ্ধ থেকে শুরু করে শিশুরা পর্যন্ত আন্দোলন করছেন। অনেকে শহিদও হচ্ছেন। কেন্দ্র আদানি–আম্বানিদের কথা ভেবে যে কালা কানুন পাশ করিয়েছে, তার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ হচ্ছে।
চিঠিতে আরও লেখা হয়েছে, আমরা জানি, মায়ের কথা ছেলে ফেলতে পারবে না। আমি প্রধানমন্ত্রীকে বোঝান। কৃষি আইন দেশের কৃষকদের ক্ষতি করবে। এটা আমরা সরকারকে বুঝিয়ে উঠতে পারছি না। এখন আপনিই আমাদের ভরসা। আপনি আমাদের সাহায্য করুন। আমার বিশ্বাস, আপনি বললে নিশ্চই আপনার ছেলে এই আইন বাতিল করবেন। আর নাহলে একজন মা তো নিজের সন্তানের কান ধরে তাঁকে কোনও কাজ করার নির্দেশ দিতেই পারেন। এই আইনগুলি বাতিল করলে গোটা দেশ জয়ী হবে। কেউ হারবে না।