দেশ ব্রেকিং নিউজ

মমতাকে পাশে চাইছেন কৃষকরা

দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা–সহ দেশের একাধিক জায়গায় চলছে কৃষক আন্দোলন। রাস্তায় বসে অবরোধ, রিলে অনশন, রাত জেগে কাটানো, দিল্লি–মেরঠ এক্সপ্রেসওয়ে অবরোধ সবই করছেন তাঁরা। এবার জাতীয় কৃষক দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কৃষকদের পাশে আসতে চলেছেন। সুতরাং বাংলার বিধানসভা নির্বাচনের আগে জোর টক্কর শুরু হতে চলেছে।
ইতিমধ্যেই নিজের দলের পাঁচ সাংসদকে দিল্লিতে অনশনরত কৃষকদের কাছে পাঠালেন মুখ্যমন্ত্রী। তিনি ফোনে কথাও বললেন কৃষকদের সঙ্গে। জাতীয় কৃষক দিবস নিয়ে মমতা কিছুক্ষণ আগে একটি টুইটও করেছেন। যা নিয়ে নতুন করে আন্দোলন গতি পেতে চলেছে বলে খবর।
বুধবার মমতার নির্দেশে সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের কাছে গেলেন তৃণমূলের পাঁচ সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, শতাব্দী রায়, নাদিমুল হক। সাংসদদের ফোন থেকে আন্দোলনরত কৃষকেরা কথাও বলেন মমতার সঙ্গে। তাতে তাঁরা বেশ উৎফুল্ল। এমনকী তাঁরা বাংলার মুখ্যমন্ত্রীকে তাঁদের পাশে আসতে আমন্ত্রণ করেছেন।
তৃণমূল সূত্রে খবর, মমতাকে তাঁদের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন কৃষকেরা। ডেরেকের দাবি, কৃষকেরা মুখ্যমন্ত্রীকে তাঁদের আন্দোলনে যোগ দিতে অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রী কৃষক আন্দোলন নিয়ে প্রথম কথা বলেছিলেন চলতি মাসের শুরুতে। তার পরদিনই মুখ্য়মন্ত্রীর নির্দেশে ডেরেক দিল্লিতে আন্দোলনরত কৃষকদের কাছে যান। সেদিনই প্রথম ডেরেকের ফোন থেকেই মমতার সঙ্গে কথা বলেন কৃষকেরা। ফের আজ মমতা আবার কৃষক আন্দোলন নিয়ে বার্তা দিলেন। কৃষকদের অনুরোধে মমতা জানিয়েছেন, তিনি কৃষকদের পাশেই আছেন। সংবাদসংস্থা সূত্রে খবর, মমতা বলেছেন, ‘‌যাঁরা দেশের মানুষকে অন্ন জোগান, আজ তাঁদেরই অনশনে থাকতে হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক।’‌