আন্দোলনের অভিনবত্য আনতে বৃহস্পতিবার ট্র্যাক্টর মিছিল করবেন বিক্ষোভরত কৃষকরা। কৃষক আন্দোলনের ৪৩তম দিনে আয়োজিত এই মিছিলে আশঙ্কা, স্তব্ধ হয়ে যেতে পারে রাজধানী। সরকার তিনটি কৃষি আইন প্রত্যাহার না করলে এই আন্দোলন চলবে। শেষ না দেখে ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কৃষকরা। তবে আন্দোলনের গতিপথ এবার কিছুটা পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছেন কৃষকরা। আজ কয়েক হাজার ট্রাক্টর নিয়ে রাজধানী ঘেরাওয়ের পরিকল্পনা করেছেন তাঁরা।
পূর্ব–পশ্চিম দিল্লির রাস্তাগুলি এই ট্র্যাক্টর মিছিলের ফলে অবরুদ্ধ হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। শুক্রবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আরও এক দফা আলোচনার আগে দিল্লি প্রতিবাদে কেঁপে উঠতে পারে বলে মনে করছেন অনেকে। কৃষকরা অনড় তিনটে কৃষি আইন বাতিল ছাড়া তাঁরা আর কোনও প্রস্তাবেই সারা দেবেন না। কেন্দ্র অবশ্য কৃষকদের সেই দাবি মানছে না।
সিংঘু, টিকরি, গাজিপুর, শাহজাহানপুর সীমান্তে কয়েক হাজার ট্র্যাক্টর এসে জড়ো হয়েছে। হরিয়ানা ও রাজস্থান সীমান্তেও কয়েক হাজার কৃষক ট্রাক্টর নিয়ে হাজির হয়েছিলেন। কুন্ডলি–মানেসার–পলবল এক্সপ্রেসওয়ে ধরে এদিন ট্র্যাক্টর মার্চ এগোল। ইস্টার্ন পেরিফেরল অক্সপ্রেসওয়েতে সাধারণ মানুষের যাতায়াত এদিন বন্ধ ছিল সকাল থেকেই।
দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার (পশ্চিম) শালিনী সিং বলেন, ‘দিল্লির ভেতরে মিছিল প্রবেশের কোনও কথা নেই। সেই মতোই পুলিশি ব্যবস্থা রয়েছে। কিন্তু রাজধানীর লাগোয়া অংশে রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে।’ কৃষক সংগঠনগুলি জানিয়েছে, সরকার তাদের দাবি না মানলে ২৬ জানুয়ারি ট্রাক্টর মিছিল করবেন তাঁরা। আজকের মিছিল শুধু ট্রেলর। সেদিন আরও বড় ট্রাক্টর মিছিল হতে পারে।
