একদিকে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আত্মহত্যা করলেন অন্যদিকে কৃষক আন্দোলন নিয়ে সরগরম গোটা দেশ। এই পরিস্থিতিতে অস্বস্তিতে কেন্দ্রের বিজেপি সরকার। তার মধ্যেই বেফাঁস মন্তব্য রাজস্থানের বিজেপি বিধায়ক মদন দিলাওয়ারের। তাঁর দাবি, চিকেন বিরিয়ানি খেয়ে আন্দোলনরত কৃষকরা বার্ড ফ্লু ছড়াচ্ছেন। বিধায়কের এই মন্তব্য নিয়ে চলছে জোর চর্চা। এখনও বাকি নবম পর্যায়ের বৈঠক। তার আগেই এই মন্তব্যে ড্যামেজ কন্ট্রোল করা কঠিন বলে মনে করা হচ্ছে।
করোনা এখনও নিয়ন্ত্রণে আসেনি। তার মধ্যেই কেন্দ্রের চাপ বাড়িয়েছে বার্ড ফ্লু। কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচলপ্রদেশ, রাজস্থানে হাঁস, মুরগি, পাখির মৃত্যুর হিড়িক লেগেছে। এমনকী দিল্লিতেও বন্ধ করা হয়েছে মুরগির ফার্ম। মৃত প্রাণীদের শরীরে এইচ৫এন১ ভাইরাস মিলেছে। তারপরেই সতর্কতা জারি করেছে কেন্দ্র। চার রাজ্যে ১২টি বার্ড ফ্লু আক্রান্ত অঞ্চল চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে বিজেপি বিধায়কের দাবি, এসবই নাকি আন্দোলনরত কৃষকদের চক্রান্ত। তাঁরাই নাকি মুরগির মাংসের বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু ছড়াচ্ছেন।
মদন দিলাওয়ার দাবি করেন, ‘কৃষকরা বিরিয়ানি খাচ্ছেন। কাজু বাদাম খাচ্ছেন। তাঁরা আন্দোলনের মাঝে বেশ জমিয়ে পেটপুজো করছেন। আমার মনে আন্দোলনরত কৃষকদের মধ্যে অনেকেই জঙ্গি, চোর, ডাকাত রয়েছে। তারা প্রকৃত কৃষকদের শত্রু। যদি সরকার আন্দোলনরতদের জোর করে কিংবা বুঝিয়ে হঠাতে না পারে তবে দেশের বড় ক্ষতি হবে।’
এই বিষয়ে রাজস্থানের কংগ্রেস নেতা গোবিন্দ সিং দোতাসরা বিজেপি বিধায়কের বক্তব্যের চূড়ান্ত বিরোধিতা করেছেন। বিধায়কের কথার মাধ্যমে কৃষক আন্দোলন নিয়ে বিজেপি’র ভাবনাচিন্তা প্রকাশ পাচ্ছে বলেই কটাক্ষ তাঁর।
