শুরু হয়ে গেল কৃষকদের রিলে অনশন। নয়া আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সোমবার ২৬তম দিনে পড়ল। আইন প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের ওপরে চাপ বাড়াতে এবার সোমবার থেকে শুরু হয়েছে কৃষকদের রিলে অনশন।
এই নিয়ে স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগন্দ্র যাদব বলেন, ‘সোমবার থেকে ২৪ ঘণ্টার রিলে অনশন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি সীমানায় সমস্ত প্রতিবাদস্থলেই শুরু হবে এই অনশন। একসঙ্গে ১১ জন থাকবেন অনশনে। কৃষকদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
আগামীদিনে আন্দোলনের অঙ্গ হিসেবে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিও নেওয়া হয়েছে কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে। ২৩ ডিসেম্বর ভারতে পালিত হয় কৃষক দিবস। ওই দিন দেশের সমস্ত কৃষককে দুপুরের খাবার না খাওয়ার জন্য অনুরোধ করেছে সংগঠনগুলি।
আগামী ২৭ ডিসেম্বর মাসিক ‘মন কি বাত’ অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন অনুষ্ঠান চলাকালীন প্রতিবাদ জানানোর সিদ্ধান্তও নিয়েছেন আন্দোলনকারীরা। সেই প্রতিবাদে দেশবাসীকে ২৭ ডিসেম্বর ‘মন কি বাত’–এর সময় থালা বাজিয়ে প্রতিবাদ জানাতে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন কৃষকরা।