বুধবার সকালে সিঙ্ঘু সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে এক কৃষকের ঝুলন্ত দেহ৷ এই কৃষকের আত্মহত্যার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রতিবাদী কৃষকদের মধ্যে৷ জানা গিয়েছে,মৃত কৃষকের নাম গুরপ্রীত সিং৷ পঞ্জাবের ফতেহগড় সাহিবের বাসিন্দা এই কৃষক কৃষি আইন বাতিলের পক্ষেই আন্দোলনে নেমেছিলেন৷ কিন্তু তার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷
কেন্দ্রের বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে এখানেই প্রায় এক বছর ধরে প্রতিবাদ জানাচ্ছেন গোটা দেশের কৃষকরা। এই ঘটনায় প্রতিবাদী কৃষকরা জানিয়েছেন, গত সোমবার গ্রাম থেকে ফিরে আবার সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভে যোগ দিয়েছিলেন গুরপ্রীত৷ দীর্ঘ আন্দোলনের পরেও কেন্দ্র কৃষি আইন প্রত্যাহার না করায় হতাশায় ভুগছিলেন তিনি৷
উল্লেখ্য প্রায় এক বছর ধরে শুরু হওয়া এই আন্দোলনে মারা গিয়েছেন বহু কৃষক৷ তবুও আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রতিবাদী কৃষকরা। কৃষকদের দাবি, তিনটি আইন তাঁদের স্বার্থ বিরোধী৷ এতে কৃষি বাজার পুরোপুরি কর্পোরেটদের নিয়ন্ত্রণে চলে যাবে৷ অন্যদিকে কেন্দ্রের দাবি, কৃষকদের স্বার্থে এই আইন আনা হয়েছে৷ আন্দোলন বন্ধ করতে সরকার ১১ বার বৈঠক করেও কোন লাভ হয়নি। গুরপ্রীতের আত্মহত্যার জন্যও কেন্দ্রকেই দুষছেন প্রতিবাদী কৃষকরা৷