কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের তিন ঘণ্টার পথ অবরোধকে কেন্দ্র করে রাজধানী দিল্লি কার্যত দুর্গে পরিণত হয়েছিল। তবে শান্তিপূর্ণ কর্মসূচি থেকে কৃষক নেতৃত্ব সাফ জানিয়ে দিলেন, আইন বাতিল না হওয়া পর্যন্ত তাঁরা বাড়ি ফিরবেন না। সুতরাং সরকার যতই আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করুক দাবিতে তাঁরা অনড় থাকছেন বুঝিয়ে দিলেন।
কৃষক নেতা রকেশ টিকাইত ঘোষণা করেন, বিতর্কিত আইন বাতিলের জন্য বিক্ষোভকারী কৃষকরা ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। এর পরে আমরা আরও কর্মসূচি নেব। চাপের মুখে আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসব না। সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে হিংস্রতা নিয়ে দু:খপ্রকাশ করে টিকাইত বলেন, ‘আমাদের দাবি মানা না হলে আমরা ঘরে ফিরব না।’
এদিন পাঞ্জাবের সংগ্রুর, ভাতিন্দা এবং বারনালা–সহ ১৫টি জেলার ৩৩টি জায়গায় সড়ক অবরোধ করা হয়েছিল। ভিডিও’তে দেখা গিয়েছে, কৃষকরা নিজেদের বিশাল সংখ্যক ট্র্যাক্টর নিয়ে রাজপথ অবস্থান বিক্ষোভ করছেন। তবে অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানগুলিতে তাঁরা নিজেদের উদ্যোগেই রাস্তা ফাঁকা করে দিচ্ছেন।
উল্লেখ্য, কৃষকদের পথ অবরোধ কর্মসূচি ঘিরে পুলিশি তৎপরতাও ছিল নজিরবিহীন। দিল্লি সীমানার সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুরের আশেপাশে প্রায় ৫০ হাজার পুলিশকর্মী, আধারসেনা এবং রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়। লালকেল্লা এবং আইটিও এলাকাতেও প্রচুর সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। আকাশে উড়ে ড্রোন।