দেশ ব্রেকিং নিউজ

হেমার মন্তব্যে কৃষি বিতর্ক

নয়া কৃষি আইনের বিরোধিতায় যখন তীব্র হয়েছে কৃষক বিক্ষোভ, তখনই এই আইনে কোনও ভুল ত্রুটি নেই বলে মন্তব্য করলেন বলিউডের অভিনেত্রী তথা মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। যদিও এই আইনের উপর স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তাঁর মতে, কৃষকরা কী চান তা তাঁরা নিজেই জানেন না। এই কথায় ক্ষোভ ছড়িয়েছে কৃষকদের মধ্যে। বে রায়কে স্বাগত জানিয়ে হেমার দাবি, এই রায়ে উত্তেজনা কমবে।
সরকার এবং আন্দোলনরত কৃষকদের মধ্যস্থতার জন্য চার সদস্যের একটি কমিটি গড়ে দেওয়া হয়েছে। সবপক্ষের বক্তব্য শুনে কমিটি মূল সমস্যার সমাধানের পথ খুঁজবে। এই কমিটির রিপোর্ট পাওয়ার পরেই কৃষি বিল নিয়ে চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট। ততদিন পর্যন্ত কেন্দ্র এই তিনটি আইন প্রয়োগ করতে পারবে না। কমিটি দু’মাসের মধ্যে তাদের রিপোর্ট দেবে। আগামী ১০ দিনের মধ্যে কমিটি প্রথম বৈঠকে বসবে। তার মধ্যেই হেমার মন্তব্য উত্তেজনা ছড়াবে বলে মনে করা হচ্ছে।
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, ‘সুপ্রিম কোর্ট নতুন কৃষি আইনগুলি স্থগিত রেখে ভাল করেছে। তার ফলে পরিস্থিতি শান্ত হবে। এতবার আলোচনার পরেও কৃষকরা কোনও ঐক্যমত্যে আসতে পারেননি। ওঁরা জানেনই না ওঁরা কী চান এবং কৃষি আইনের সমস্যাই বা কী। মনে হচ্ছে, কেউ করতে বলেছে বলেই ওঁরা আন্দোলন করছেন।’ এভাবেই তাঁর কথায় ফের উঠে এল বহিরাগত শক্তির উসকানির দাবি।
পাঞ্জাবে সেলুলার টাওয়ার ভাঙচুরের ঘটনাকেও নিন্দা করেছেন বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘‌পাঞ্জাবের অনেক ক্ষতি হয়েছে। কৃষকদের টাওয়ার ভাঙতে দেখে ভালো লাগেনি। সরকার বারবার তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে কিন্তু কৃষকদের কোনও অ্যাজেন্ডাই নেই।’‌ কৃষকদের সাফ কথা, যতদিন না আইন প্রত্যাহার হচ্ছে, ততদিন তাঁরা নিজেদের আন্দোলন থেকে এক পা–ও পিছিয়ে আসবেন না। তাঁদের নয়া স্লোগান ‘কানুন ওয়াপসি নেহি তো ঘর ওয়াপসি নেহি!’‌