ফের আন্দোলনের ডাক কৃষকদের বিভিন্ন সংগঠনের। কৃষকদের জন্য পেনশন, ফসলের জন্য ন্যূনতম সমর্থন মূল্যের গ্যারান্টি দেওয়ার আইন, শস্য বিভাগ এবং তাদের বিরুদ্ধে এফআইআর বাতিলের দাবিতে ফের ‘দিল্লি চলো’-র ডাক দিয়েছেন পাঞ্জাব হরিয়ানা সহ একাধিক রাজ্যের কৃষকেরা। ইতিমধ্যেই কৃষকরা জানিয়েছেন, সরকারের দেওয়া প্রস্তাবে তাদের স্বার্থরক্ষা হচ্ছে না। কার্যত সেই কারণেই সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব এসেছে তা খারিজ করেছেন কৃষকরা।
জানা গিয়েছে, আগামী ১০ মার্চ দেশব্যাপী ‘রেল রোকো’ কর্মসূচির কথাও ঘোষণা করেছেন কৃষক নেতারা। সংযুক্ত কিষাণ মোর্চার দুই নেতা সরবন সিংহ পান্ধের এবং জগজিৎ সিং দাল্লেওয়াল জানিয়েছেন, ১০ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দেশব্যাপী ‘রেল রোকো’ চলবে। ইতিমধ্যেই দুই কৃষক নেতা জানিয়েছেন, যতক্ষণ না কৃষকদের দাবি পূরণ করছে কেন্দ্র, ততদিন আন্দোলন চলবে। এমনকী ট্রাক্টরে দিল্লি যেতে বাধা দিলে ট্রেন চেপে রাজধানী যাবেন কৃষকরা।