দেশ লিড নিউজ

কেন্দ্রের কৃষি নীতির বিরুদ্ধে রেল রোকো’‌র ডাক

এনডিএ সরকারের ক্যাবিনেটে পাশ করা কৃষি অর্ডিন্যান্সের বিরুদ্ধে এবার দেশজুড়ে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিলেন কৃষকরা। বৃহস্পতিবার কৃষি বিপণন সংক্রান্ত বিলের বিরোধিতায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার থেকে পদত্যাগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল। তারপর থেকেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে। কৃষক সংগঠনের পক্ষ থেকে রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রের এই কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে ২৪–২৬ সেপ্টেম্বর রেল রোকো’‌র ডাক দেওয়া হয়েছে।
গতকাল সংসদে বিলগুলির ঘোষণা করার পরেই হরসিমরতের স্বামী এবং দলের প্রধান সুখবীর বাদল জানিয়ে দেন, অকালি দল সরকার এবং বিজেপিকে সমর্থন করবে। তবে কৃষক–বিরোধী রাজনীতির বিরোধিতা চালিয়ে যাবেন তাঁরা। এতেই অক্সিজেন পেয়ে যান কৃষকরা।
শুক্রবার সিষান মজদুর সংঘর্ষ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের বলেন, ‘‌আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনটি কৃষি অর্ডিন্যান্সের বিরুদ্ধে ২৪–২৬ সেপ্টেম্বর রেল রোকো করে প্রতিবাদ জানাবো।’‌ এই বিলের বিরোধিতায় পাঞ্জাবের একাধিক কৃষক সংগঠন একজোট হয়ে রাজ্যজুড়ে ২৫ সেপ্টেম্বর বন্‌ধ ডেকে দিয়েছে। তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে বলে খবর।
পাঞ্জাবের পাশাপাশি তেলঙ্গানা, হরিয়ানার কৃষকরাও তীব্র প্রতিবাদে নেমেছে। পাঞ্জাবের কংগ্রেস সরকার এটাকে কৃষকদের উপর নির্মম আক্রমণ বলে ব্যাখ্যা করেছে। দেড় বছর পর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তাই কৃষকদের পাশে থাকতেই হবে।