এবার কৃষকদের সমর্থনে অনশন করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে অনশনে বসলেন আন্দোলনরত কৃষকরা। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই অনশন। আন্দোলনরত সব সংগঠনই এই অনশনে যোগ দিয়েছে। হরিয়ানা ও পাঞ্জাব থেকে অসংখ্য কৃষক কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন করে যাচ্ছেন।
আজ তাঁরা অনশন শুরু করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রীও অরবিন্দ কেজরিওয়াল সোমবার সকাল থেকে তাঁর প্রতীকী অনশন শুরু করেন। কেজরি বলেন, ‘কৃষকদের সমর্থনে (সোমবার) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন করব। আপের সব স্বেচ্ছাসেবকের কাছে আবেদন, তারাও যেন আমার সঙ্গে এই অনশনে যোগ দেন। কৃষকদের দাবি অবিলম্বে মানতে হবে।’
উল্লেখ্য, কৃষক বিক্ষোভকে সমর্থন করতে গিয়ে অরবিন্দ ২০১১ সালে আন্না হাজারের সঙ্গে তাঁর অ্যান্টি কোরাপশন আন্দোলনের কথা স্মরণ করে জানিয়েছেন, তখন কংগ্রেস সরকার তাঁদের সঙ্গে যেমন ব্যবহার করেছিল আজ বিজেপি সরকার আন্দোলনরত কৃষকদের সঙ্গে তেমন ব্যবহারই করছে।
কৃষক নেতা শিবকুমার কাক্কা বলেন, ‘সরকারি সংস্থাগুলি কৃষকদের দিল্লিতে পৌঁছতে দিচ্ছে না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ অব্যাহত থাকবে। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা তিনটি কৃষি আইন বাতিল করতে চাই। এই আন্দোলনে অংশ নেওয়া সমস্ত কৃষক ইউনিয়ন একসঙ্গে রয়েছে।’