তিন কৃষি আইন বালিতের দাবিতে আজ যন্তরমন্তরে বিক্ষোভ দেখালেন কৃষকরা। সরকারের উপর চাপ বাড়াতে সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে প্রতিবাদের ঝড় তুলল কৃষক সংগঠনগুলো। অন্যদিকে বিক্ষোভ প্রতিহত করতে উদ্যোগী সরকারও। কার্যত দুর্গে পরিণত করা হয়েছে নয়াদিল্লিকে। মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
বুধবার দিল্লি পুলিশ যন্তরমন্তরে কৃষকদের এই বিক্ষোভ সমাবেশ করার অনুমতি দিয়েছে। নির্দিষ্ট সংখ্যক আন্দোলনকারীদের নিয়ে এই প্রতিবাদ আন্দোলন করার অনুমতি দিয়েছে পুলিশ। এরমধ্যে ২০০জন থাকছে সংযুক্ত কিসান মোর্চার এবং ছজন কিসান মজদুর সংঘর্ষ কমিটির। সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত বিক্ষোভ দেখানোর অনুমতি দেওয়া হয়েছে।
পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। ইতিমধ্যে যন্তরমন্তরের সুরক্ষা ব্যবস্থা ঘুরে দেখেছেন দিল্লি পুলিশের স্পেশ্যাল সিপি (ক্রাইম) সতীশ গোলচা এবং জয়েন্ট সিপি জশপাল সিং। ভোর থেকেই রাজধানীর নানা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা পোক্ট করা হয়েছে। টিকরি, সিঙ্ঘু সীমানায় চলছে কড়া নজরদারি।
বুধবার একটি বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, একটি বাসে কৃষকদের যন্তরমন্তরের নির্দিষ্ট প্রতিবাদস্থলে পুলিশ এসকর্ট করে নিয়ে যাবে। যাদের আইডি কার্ড আছে তাদের প্রতিবাদস্থলে যাবার অনুমতি দেওয়া হবে। ৫টার সময় প্রতিবাদ শেষ হলে আন্দোলনকারীদের আবার বাসে করে সিঙ্ঘু বর্ডারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে মিছিল না বের করার। এর পাশাপাশি যথাযথ কোভিড বিধি ও শারীরিক দূরত্ব বজায় রাখাও কথা বলা হয়েছে। কৃষক নেতা প্রেমসিং ভাঙ্গু জানান, তাঁদের পরবর্তী লক্ষ্য উত্তরপ্রদেশ। সেখানে বিজেপিকে পরাজিত করতে চান তাঁরা।