২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টর র্যালির ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। তিনটি কৃষি আইন বাতিলের দাবি তুলেছেন তাঁরা। কিন্তু বারবার কেন্দ্রীয় সরকার আলোচনায় বসলেও রফাসূত্র অধরাই রইল। প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচি বন্ধ করতেই সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। আগামী সোমবার সেই আবেদনেরই শুনানি করবে সর্বোচ্চ আদালত।
ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আবেদনটির শুনানি করবে। কেন্দ্র আবেদনে বলেছে, নিরাপত্তা সংস্থাগুলির তদন্তে তারা জানতে পেরেছে যে, প্রতিবাদকারী ব্যক্তি বা সংগঠন সাধারণতন্ত্র দিবসে একটি ট্র্যাক্টর মিছিল করার পরিকল্পনা নিয়েছে। বিশৃঙ্খলা তৈরি করতে পারে ওই ধরনের কর্মসূচি। যা একটি বৃহত্তর আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গেও জড়িয়ে রয়েছে।
কেন্দ্রীয় সরকার বলেছে, প্রতিবাদের অধিকারের মধ্যে কখনই বিশ্বব্যাপী জাতিকে অপদস্থ করা অন্তর্ভুক্ত থাকতে পারে না। ট্র্যাক্টর মার্চ, ট্রলি মার্চ, যানবাহন র্যালি নিয়ে দিল্লি প্রবেশের মাধ্যমে যে কোনও প্রতিবাদ মিছিল পরিচালনা করতে কাউকে বাধা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে। কৃষি আইন খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। কৃষকরা ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টর র্যালি করবেন বলে জানিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২৬ জানুয়ারি সারা দেশজুড়ে পালিত হবে সাধারণতন্ত্র দিবস। দিল্লির রাজপথে বিশেষ অনুষ্ঠান হবে। কৃষক নেতা দর্শন পাল সিং সাংবাদিক বৈঠকে বলেন, ‘প্রস্তাবিত ট্র্যাক্টর র্যালির নামকরণ করা হয়েছে কিষান প্যারেড। যা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের পরে অনুষ্ঠিত হবে। তবে একই সঙ্গে একাংশের কৃষক নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২৬ জানুয়ারির ট্র্যাক্টর র্যালি শুধুমাত্র হরিয়ানা–দিল্লি সীমান্তে হবে।