বুধবার দুর্যোগপূর্ণ প্রাকৃতিক আবহাওয়ায় সবজি ক্ষেতে কাজ করার সময় বাজ পড়ে প্রাণ হারালেন এক কৃষক। বছর ষাটের সন্ন্যাসী মণ্ডল গাইঘাটা থানার ধর্মপুর এলাকার বাসিন্দা। তিনি আজ সকালে বাড়ির অদূরে নিজের সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে প্রাণ হারান। বনগাঁ মহকুমায় বাজ পড়ে এবছর এই প্রথম মৃত্যু।
জানা গেছে, বুধবার সকালে বাড়ির পাশে নিজের ঝিঙ্গা ক্ষেতে কাজ করছিলেন সন্ন্যাসী ও তাঁর স্ত্রী। স্ত্রীর বক্তব্য , বৃষ্টির মধ্যে পরপর তিনবার বজ্রপাত হওয়ার প্রাকমুহূর্তে জোরালো শব্দ হয়। সেসময় বজ্রাঘাতে ঝিঙ্গা ক্ষেতের মাচার ওপরে উপুড় হয়ে পড়ে যান সন্ন্যাসী। স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ও পরিবারের অন্য লোকজন মাঠে ছুটে আসে। পরিজনদের দাবি, সেসময় প্রাণ ছিল না সন্ন্যাসীর দেহে। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ মৃতদেহটিকে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।