রাজ্য

শশ্মানের নীরবতায় রাত কাটল পরিবারের

করোনাভাইরাস হয়েছে এই সন্দেহে প্রতিবেশীদের বাধার মুখে পড়লেন এক পরিবার। এমনকী এই বাধার জেরে বাড়িতে ঢুকতে না পেরে রাত কাটাতে হল শশ্মানে। দিল্লি থেকে সন্তানকে নিয়ে বাপের বাড়ি ফিরেও প্রতিবেশীদের বাধায় শশ্মানে রাত কাটালেন মা। বাংলার বুকে এই ঘটনাটি ঘটে পাঁচলার সাহাপুরে। শনিবার সন্ধ্যেবেলা রাজধানী এক্সপ্রেসে দিল্লি থেকে ফেরেন এক গৃহবধূ ও তাঁর ১৪ বছরের ছেলে।
ঠিক কী ঘটেছিল?‌ স্থানীয় সূত্রে খবর, হাওড়া স্টেশন থেকে উলুবেড়িয়ার রাজাপুর থানার রঘুদেবপুরে বাপের বাড়িতে যান মা ও ছেলে। কিন্তু সেখানে গিয়ে করোনা আক্রান্ত সন্দেহে প্রতিবেশীরা তাদের বাড়িতে ঢুকতে বাধা দেন। তাই ঘর ছাড়তে হয় তাঁদের। এরপর ওই মহিলা ছেলেকে নিয়ে পাঁচলা থানার সাহাপুর এলাকায় বাড়িতে থাকার জন্য আসেন। কিন্তু সেখানেও রাতে প্রতিবেশীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নিজেদের প্রাণ বাঁচাতে ও ভাইরাস থেকে বাঁচতে বাধ্য হয়ে এই পথই তাঁদের ধরতে হয়।
পুলিশ সূত্রে খবর, প্রতিবেশীরা বাড়িতে থাকতে বাধা দিলে ওই মহিলা, তাঁর ছেলে এবং তার পরিবারের লোকজন সারারাত শশ্মানে রাত কাটান। তবে খবর পেয়েই পুলিশ প্রশাসনের সাহায্যে পরিবারের সদস্যরা ঘরে ঢুকতে পারেন। তাঁদের করোনা পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে করোনা সংক্রমণ তাঁদের মধ্যে পৌঁছয়নি বলেই মনে হচ্ছে। তবে পরীক্ষার রিপোর্ট এলে সব বোঝা যাবে।