জেলা ব্রেকিং নিউজ

ফের ভেঙে পড়ল বর্ধমান স্টেশন

যেমন কাজ তেমনই ফল। এবার তা আনলক ওয়ানে প্রত্যক্ষ করল আমজনতা। মাত্র ছ’মাসের ব্যবধানে ফের দুর্ঘটনা বর্ধমান স্টেশনে। পোর্টিকোর ফলস সিলিং ভেঙে পড়ে আহত হলেন এক পরিযায়ী শ্রমিক। রবিবার এক নম্বর স্টেশনের অনুসন্ধান অফিসের সামনে বারান্দার চাঙড় খসে পড়ার ঘটনা ঘটে। প্রত্যেকদিনই বিভিন্ন রাজ্য থেকে বর্ধমান স্টেশনে ঢুকছেন পরিযায়ী শ্রমিকরা। স্টেশনের এই বারান্দায় অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। সেখানেই রাত কাটাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। আর অনুসন্ধান অফিসের সামনে ফলস সিলিংয়ে একটি অংশ খসে পড়ে। ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন পূর্ব রেলের আধিকারিকরা।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাত ৮টা নাগাদ বর্ধমান স্টেশনের প্রবেশপথের একটি অংশ ভেঙে পড়ে। মৃত্যু হয় একজনের। যা নিয়ে সারা রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছিল। ওই দুর্ঘটনার পর ফের নতুন ঠিকাদার সংস্থাকে দিয়ে সংস্কারের কাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার পর ফের একই ঘটনার স্মৃতি ফিরল।
ফের এমন ঘটনায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তোপ দেগে বলেন, ‘‌ফের ভাঙল বর্ধমান স্টেশন। রেল নিয়ে ইয়ার্কি হচ্ছে।’‌ সদ্য লকডাউনের নিয়ম শিথিল হলেও স্টেশন চত্বরে খুব বেশি মানুষের যাতায়াত নেই। কিন্তু বিশেষ ট্রেনে অভিবাসীরা ফিরছেন। সেখানে ভিন রাজ্য থেকে ফেরা অভিবাসী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণে একটি অস্থায়ী শিবিরও গড়ে তোলা হয়েছে। রবিবার সকালে পোর্টিকোর নতুন অংশের ফলস সিলিং ভেঙে পড়ায় এক পরিযায়ী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।