দেশ লিড নিউজ

নক্ষত্রপতন! প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী কেকে

আবারও এক নক্ষত্রপতন। প্রয়াত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী কেকে। মাত্র ৫৩ বছর বয়সেই নিভে গেল জীবন প্রদীপ। কৃষ্ণকুমার কুন্নথ। গুরুদাস কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, মঙ্গলবার উল্টোডাঙ্গা গুরুদাস মহাবিদ্যালয় আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেকে। নজরুল মঞ্চে এই অনুষ্ঠানে যোগ দিতে সময় মত মঞ্চেও ওঠেন অসুস্থ বোধ করায় বারবার স্পট লাইট বন্ধ করার অনুরোধও করেন। এরপর অনুষ্ঠান শেষে ফিরে আসেন কলকাতার একটি পাঁচতারা হোটেলে।

জানা গিয়েছে, হোটেলে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে শারীরিক পরীক্ষা করে জানা যায় তিনি মারা গিয়েছেন।

‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে বলিউডে পা রাখেন তিনি। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষাতেও একাধিক গান গেয়েছেন কেকে। তাঁর আবেগি কন্ঠে মুগ্ধ হয়েছেন সঙ্গীতপ্রেমীরা। দেশজুড়ে জনপ্রিয় এই সংগীতশিল্পী কেকের মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতজগত থেকে শুরু করে অনুরাগীরা।