কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়ার কারণে রাজ্য জুড়ে ফের পারদ পতন। উত্তরের জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ ভালোই রয়েছে। দক্ষিণের জেলাগুলোতে ঠান্ডা আরও কিছুদিন থাকবে। আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সেইসঙ্গে বেড়েছে কুয়াশার দাপটও। পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটতে না কাটতেই ফের রাজ্য জুড়ে পারদ পতন।
সরস্বতী পুজো পর্যন্ত শীতের আমেজ থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সরস্বতী পুজোর পর থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। উত্তরের জেলাগুলোতে রয়েছে ভারী কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানানো হয়েছে।
রবিবার থেকে আরও নামবে তাপমাত্রার পারদ। বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা। আপাতত বঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই।
শনিবার শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার। তিলোত্তমায় সপ্তাহান্তে তাপমাত্রা বেশকিছুটা নামল। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে।