উপস্বাস্থ্য কেন্দ্রে ভুয়ো কর্মী নিয়োগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। রবিবার ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উখরীদ অঞ্চলের অন্তর্গত উখরীদ স্বাস্থ্য উপকেন্দ্রে। উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে এই ঘটনার বিবরণ জানলেন রাজনৈতিক নেতৃত্ব।
এলাকার জনপ্রতিনিধিদের দাবি, স্বাস্থ্য কেন্দ্র নিয়োজিত চারজন ব্যক্তির সরকারি কোন বৈধ কোনো নথি নেই। উখরীদের তৃনমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ হাবিবুর রহমান জানিয়েছেন, কিভাবে উখরীদ উপস্বাস্থ্য কেন্দ্রে নথি ছাড়া কর্মী নিয়োগ হলো সেই নিয়ে প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যদের নিয়ে উখরীদ উপস্বাস্থ্য কেন্দ্রে অনুসন্ধানে গিয়েছিলেন তিনি।
স্বাস্থ্য উপকেন্দ্রের ইনচার্জ কে জিজ্ঞাসা করার পর জানা যায়, যে চারজন সরকারিভাবে কাজে যোগদান করেছেন তারা সম্পূর্ণ ভুয়ো। কারণ ওই চারজন যে কাজে যোগদান করেছেন সেই নিয়ে সরকারি কোনো নির্দেশ নেই। সরকারি হবে তদন্ত করে আসল তথ্য বের করার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আজকে ওই ব্যক্তিরা ডিউটিতে এসেছিলেন বলে জানা যাচ্ছে।