ফের ভুয়ো আইপিএস অফিসার। এবার এই পরিচয় দিয়ে ব্যবসায়ীদের হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল দত্তপুকুর হাটখোলা এলাকা থেকে। রাজু দেবনাথ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বেলঘড়িয়া থানার পুলিশ।
এই প্রতারিত ব্যক্তিরা রাজু দেবনাথের এই ভুয়ো আইপিএস অফিসারের কথা জানতে পেরে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। রাজু দেবনাথের নামে অভিযোগ পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ রবিবার সক্রিউয় হযে ওঠে।
তারপর গভীর রাতের গোপন সূত্রে খবর পেয়ে দত্তপুকুর হাটখোলা থেকে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। রাজু দেবনাথের কাছ থেকে ব্যবহৃত ভুয়ো আইপিএস অফিসারের নকল পোশাক উদ্ধার করেছে পুলিশ। আজ থেকে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে।