দেশ ব্রেকিং নিউজ

সিবিএসইর নতুন সিলেবাসে নেই ফৈজের কবিতা

CBSE’র দশম শ্রেণিতে নতুন পাঠক্রম। বাদ দেওয়া হল উর্দুকবি ফৈজ আহমেদ ফৈজের কবিতা। পাশাপাশি, সিবিএসই’র সার্বিক সিলেবাস থেকে বাদ পড়েছে একাধিক অধ্যায়। তবে কেন বাদ দেওয়া হল এই অধ্যায়গুলি, সেই বিষয়ে যদিও এখনও কিছু জানায় নি সিবিএসই’র শীর্ষকর্তারা।

দশম শ্রেণির ‘ডেমোক্র্যাটিক পলিটিক্স ২’ বইয়ের অধ্যায়ে পড়ানো হত ফৈজের দু’টি কবিতার অংশ। কিন্তু এবছরের নতুন পাঠক্রমে সেই দুটি কবিতাই বাদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে।

দীর্ঘদিন ধরে দশম শ্রেণির ধর্মনিরপেক্ষতা এবং রাজনীতি সংক্রান্ত এক বিশেষ অধ্যায়ে পড়ানো হত ফৈজের দুটি কবিতার অংশের অনুবাদ। পাকিস্তানের জেলে শিকলবন্দি থাকাকালীন সময়ে এই কবিতাগুলি লিখেছিলেন বিখ্যাত উর্দু কবি ফৈজ। ঐতিহাসিক সেই কবিতা দু’টি আর পড়ানো হবে না CBSE‘র পড়ুয়াদের।

ফৈজের কবিতা ছাড়াও সিবিএসই’র সিলেবাস থেকে বাদ পড়েছে ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত একাধিক চ্যাপ্টার। বাদ পড়েছে দেশ-বিদেশের সামাজিক বৈষম্য এবং বিভেদ সম্পর্কিত অধ্যায় ‘গণতন্ত্র এবং বিবিধ’। একাদশ শ্রেণির পাঠক্রম থেকে বাদ গিয়েছে সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস নামের একটি চ্যাপ্টার। যেখানে পড়ানো হত এশিয়া এবং আফ্রিকায় ইসলামিক শাসকদের দাপট। ইসলামিক শাসকদের আমলে এই এলাকাগুলির আর্থ সামাজিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হত। দ্বাদশ শ্রেণির সিলেবাস থেকে বাদ পড়েছে ‘কোল্ড ওয়ার’ নামক অধ্যায়টি।

অভিযোগ উঠতে শুরু করেছে, ধীরে ধীরে ধর্মনিরপেক্ষতা এবং বিশ্ব ইতিহাসে ইসলাম এবং কমিউনিস্টদের অবদান আড়াল করার জন্যই এরকম সিদ্ধান্ত, এবং বারবার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার।