দেশ ব্রেকিং নিউজ

মুখোমুখি দাঁড়িয়ে ভারত–চিন সেনা

ভারত–চিন সীমান্তে দুই দেশের সৈন্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে সূত্রের খবর। সিকিম সেক্টরের নাকু লা–তে ওই সংঘর্ষ ঘটে বলে খবর। ফলে ফের ডোকলামের পুনরাবৃত্তি নাকু লায় বলে মনে করা হচ্ছে। কারণ শনিবার চিন এবং ভারতের দুই সেনার মুখোমুখি বিতণ্ডায় ফের একই জল্পনা উঠে এলো। সেনা আধিকারিকরা জানান, স্থানীয় স্তরের কথোপকথনের পর দুই দেশের সেনাকে বিরত করা হয়।
উত্তর সিকিমে এই এলাকায় একমাত্র যোগাযোগ মাধ্যম আকাশপথ। সেভাবে বিতর্কিত জায়গা না হলেও দু’পক্ষের সেনার বিতণ্ডা শুরু হয় নিয়মমাফিক টহলদারির সময়। সূত্রের খবর, স্থানীয় স্তরেই বিষয়টিকে সমাধান করা গিয়েছে। তবে ভারত–চিনের যে সৈন্যরা এই সংঘর্ষে জড়িয়েছিলেন, তাঁদের বেশির ভাগই ছোটখাট আঘাত পেয়েছেন। দীর্ঘদিন পরে এই ধরনের ঘটনাটি ঘটে। তবে প্রোটোকল মেনেই সমস্যার সমাধান করা হয়েছে।
কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দুই দেশের সেনার সংঘাত এতটাই প্রবল ছিল যে জখম হয়েছেন কয়েকজন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, দুই সেনার ‘ফেস অফ’ কিছুক্ষণ ধরে চলে। অনেকদিন পর এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো। নাকু লা সেক্টরটি মুগুথাংয়ের সামনের দিকে অবস্থিত। এই অঞ্চলে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষের ঝুঁকি খুবই কম। উল্লেখ্য, ২০১৭ সালে ডোকলামে চলা প্রায় ৭০ দিন ধরে ভারত-চিন সেনার সংঘাত আন্তর্জাতিক মাত্রা পায়। ভুটানের এই বিতর্কিত জায়গাকে নিজেদের বলে দাবি করে আসছে চিন। সেখানে রাস্তা তৈরি করার নামে ঘাঁটি গাঁড়লে জবাব দেয় ভারতীয় সেনাও। দুই দেশের সেনা টানা ৭০ দিন ধরে মুখোমুখি দাঁড়িয়ে থাকে।