বিজ্ঞান-প্রযুক্তি

পেজ নিয়ে ফেসবুকের নতুন পরিকল্পনা

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ফেসবুক নতুন পরিকল্পনায় পেজ নিয়ে কাজ শুরু করেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, পেজে লাইকের হিসাব করার ফিচার না রাখার পরিকল্পনা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এরইমধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকজন সেলিব্রেটি নতুন পেজ পেয়েছেন।

ফেইসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, হালনাগাদ নকশা ও ফিচারযুক্ত পেজ ব্যবহার আরো সহজ হবে। এতে জটিল বিষয়গুলো বাদ দেয়া হয়েছে। এখানে পেজে শুধু ‘ফলো’ বাটন ও ‘ফলোয়ার কাউন্ট’ বাটনটি থাকবে। এতে পেজের সত্যিকারের রিচ স্পষ্ট বোঝা যাবে।

বছরের পর বছর ধরে অনেক মানুষ বিভিন্ন পেজে লাইক দিয়ে রাখেন। কিন্তু নিউজ ফিড থেকে এগুলো আনফলো করেন। এতে তাদের অনাগ্রহের বিষয়টি স্পষ্ট। আবার অনুরোধের কারণে অনেকে পেজে লাইক দেন। কিন্তু পোস্ট দেখেন না। এতে পেজের আগ্রহীদের প্রকৃত সংখ্যা বোঝা যায় না। নতুন হালনাগাদ আসলে পেজ ব্যবস্থাপকেরা চাইলে ফলোয়ারদের নিউজ ফিডে গিয়ে যুক্ত হতে পারবেন। এছাড়া ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ও পেজের যাওয়া-আসার কাজও সহজতর হবে।