আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পদক্ষেপ ফেসবুক–টুইটারের

করোনাভাইরাস ফ্লু ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই বিতর্কের মুখে পডেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস নিয়ে ভুল তথ্যপ্রদানের ব্যাপারে কড়া পদক্ষেপ নিল ফেসবুক এবং ট্যুইটার।
কোভিড নিয়ে প্রথম থেকেই হালকা মেজাজে রয়েছেন ট্রাম্প। এবার ফেসবুক পোস্টেও তার নিজস্ব মনোভাব ব্যক্ত করে বিতর্ক তৈরি করলেন তিনি।ট্রাম্প তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‌কোভিড–১৯ স্রেফ একটা জ্বর!’‌ করোনা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত পোস্টটি সঙ্গে সঙ্গে মুছে দেয় ফেসবুক। উল্লেখ্য, ট্রাম্পের পোস্টটি তখন ২৬ হাজারেরও বেশিবার শেয়ার করা হয়েছিল। এই ব্যাপারে ফেসবুক থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে ভুল তথ্য ও বিভ্রান্তিকর পোস্ট করা হলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হবে।
ফেসবুক দেখাল সত্যের খাতিরে তাদের কাছে সবাই সমান। এমনকী মার্কিন প্রেসিডেন্টকেও রেয়াত করা হবে না। একই বার্তা দিয়েছে টুইটারও। তারা রি–টুইট করে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে দিয়েছে যে, তারা কোভিড–১৯ সংক্রান্ত ক্ষতিকর বা বিভ্রান্তিকর কোনও তথ্য একেবারেই বরদাস্ত করবে না। যে প্রেসিডেন্ট হাসপাতাল থেকে ফিরেই ফটো পোজের জন্য মাস্ক খুলে ফেলেন, তাঁকে কতটা নিয়মনীতির বাঁধনে রাখা যাবে তা নিয়ে থাকছে প্রশ্ন। এখন আতঙ্কে হোয়াইট হাউজের কর্মীরাও।