বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

এবার পদক্ষেপ করছে ফেসবুক

করোনা সম্পর্কে সঠিক তথ্য দিতে এবং ভুল তথ্য শেয়ার রোধ করতে ফেসবুক এবার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। যা নিজেই শেয়ার করলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। খোলা চিঠিতে জুকেরবার্গ লেখেন, মানুষকে সচেতন করার জন্য স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রায় ২০০ কোটি ইউজার করোনাভাইরাস সংক্রান্ত তথ্য দিচ্ছেন ফেসবুক এবং ইনস্টাগ্রেমের মাধ্যমে। আর প্রায় ৩৫ কোটি ইউজার করোনা সম্পর্কে জানতে ক্লিক করছেন ফেসবুকে। তাই ভুল তথ্য প্রচার কমানোর জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি জানান, মার্চের শুরু থেকেই তাঁর সংস্থার খবরের সত্যতা যাচাই করার জন্য (ফ্যাক্ট–চেকিং) ১২টিরও বেশি নতুন দেশে কাজ শুরু করেছে। ৬০০টিরও বেশি ফ্যাক্ট–চেকিং সংস্থার সঙ্গে যুক্ত হয়ে ৫০টিরও বেশি ভাষায় করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন পোস্ট খুঁটিয়ে দেখছে ফেসবুক। ভুয়ো অথবা ভুল তথ্য থাকলে, বিভ্রান্তি ছড়াতে পারে। তাই সেগুলি সংস্থা সরিয়ে দিচ্ছে।
মার্চ মাসে সংস্থার নিয়োজিত ফ্যাক্ট–চেকাররা এই ধরণের প্রায় ৪,০০০–এর মতোও পোস্ট খুঁজে পেয়েছেন। সম্প্রতি আমরা করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্য প্রকাশের জন্য ফ্যাক্ট–চেকারদের লেখা নিবন্ধগুলিতে ‘‌গেট দ্য ফ্যাক্টস’‌ নামে একটি নতুন ফিচার চালু করেছে সংস্থা। জুকেরবার্গ জানান, তাঁর সংস্থা খুব শীঘ্রই খবর হিসাবে আসা এমন লোকদের পোস্টগুলিও আলাদা করে দেখাতে শুরু করবে।