দেশ ব্রেকিং নিউজ

বিজেপি বিধায়ককে নিষিদ্ধ করল ফেসবুক

বুধবার বিজেপি’‌র বিরুদ্ধে ফেসবুককে চিঠি লিখেছিলেন তৃণমূলের সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন। তারপরই বৃহস্পতিবার পোস্ট করা কনটেন্টের মাধ্যমে হিংসা ও ঘৃণা ছড়ানোর অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিজেপি বিধায়ক টি রাজা সিংকে। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।
এদিকে বিদ্বেষমূলক মন্তব্যের ভিডিও পোস্ট করার কারণে তেলঙ্গানার বিতর্কিত বিজেপি নেতা টি রাজা সিংকে নিষিদ্ধ করল ফেসবুক। ওয়াল স্ট্রিট জার্নালে এমন রিপোর্ট প্রকাশিতও হয়েছে। কিছুদিন আগেই অবশ্য রাজা সিংয়ের একাধিক পোস্ট মুছে দিয়েছিল ফেসবুক। এবার তাঁর পুরো প্রোফাইলটাই বাতিল করা হয়েছে। সব মিলিয়ে বেশ চাপে পড়ে গিয়েছে বিজেপি নেতৃত্ব।
তাহলে কী বিরোধীদের অভিযোগ সঠিক?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইমেলে বিবৃতি দিয়ে ফেসবুকের মুখপাত্র জানান, ফেসবুকের নীতি লঙ্ঘনের কারণে আমরা রাজা সিংকে নিষিদ্ধ করেছি। আমাদের প্ল্যাটফর্মে থেকে যাঁরা হিংসা ও ঘৃণা ছড়াবেন, তাঁদের নিষিদ্ধ করাটাই আমাদের নীতি।
প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়, সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসায় প্ররোচনা দিতে ফেসবুকে একাধিকবার বিদ্বেষমূলক মন্তব্য করেছেন তেলঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং। আগে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল কপিল মিশ্র, অনন্ত হেগড়ে–সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধেও। তাই ফেসবুককে ভাঙিয়ে কারা রাজনৈতিক ফায়দা তোলে, এই বিতর্কে এখন ভারতীয় রাজনীতি সরগরম। কারণ ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবরে দাবি করা হয়, ভারতের শাসকদল বিজেপিকে চটাতে ভয় পায় ফেসবুক কর্তৃপক্ষ। কারণ, তাতে ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা প্রবল। তবে এবার ফেসবুকের পদক্ষেপ চাপের কাছে নতিস্বীকার বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।