দেশ ব্রেকিং নিউজ

চোখ রাঙাচ্ছে H3N2, মহারাষ্ট্রে বাড়ছে উদ্বেগ

এবার আতঙ্ক ছড়াচ্ছে H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। হরিয়ানা ও কর্নাটকে এই ভাইরাসে কদিন আগেই দুজনের মৃত্যু হয়েছে। কর্নাটক থেকেই প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়, দ্বিতীয় মৃত্যু হরিয়ানাতে। এবার মৃত্যুর খবর এল মহারাষ্ট্র থেকে। সেখানে এই নিয়ে তিনজনের মৃত্যু হল H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে। দুটি মৃত্যু নাগপুর থেকে, একটি আহমেদনগর থেকে। সেখানে অ্যাকটিভ কেস দাঁড়াল ৫৭-তে! মহারাষ্ট্রে H1N1-এও মৃত্যু হয়েছে। এ থেকে গোটা ভারতে H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস-পরিস্থিতি নিয়েই ছড়িয়েছে উদ্বেগ।

এই ভ্যারিয়েন্টের দাপটে কোভিডের থেকেও বেশি দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে বলে আশঙ্কার কথা জানান। মহারাষ্ট্রে আক্রান্তদের ৯৫ শতাংশের শরীরে H3N2 -র জীবাণু পাওয়া গেছে বলে খবর। মহারাষ্ট্রের হাসপাতালগুলিতে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে।