আন্তর্জাতিক

চরম পর্যায়ে রাশিয়া-ইউক্রেন সংকট

রাশিয়া-ইউক্রেন সংকট এখন চরম পর্যায় পৌঁছেছে।পর্যবেক্ষকদের মতে, ক্রেমলিন ফ্ল্যাগ তুললেই ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়তে পারে রুশ সেনা। এমতাবস্থায় সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা কিয়েভ থেকে তাদের দূতাবাস পশ্চিম ইউক্রেনীয় শহর লভিভে স্থানান্তর করছে।

পাশাপাশি আমেরিকা, ব্রিটেনসহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইউক্রেন থেকে ফিরে আসার কথা বলেছে। এই তালিকাতে এবার যুক্ত হল ভারতের নাম।

মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারতীয় নাগরিকদের, বিশেষ করে যে সমস্ত ছাত্রদের অবস্থান অপরিহার্য নয় তাঁরা যেন, বর্তমান পরিস্থিতির অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে অস্থায়ীভাবে দেশ ছেড়ে চলে যান।’এদিকে, জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনের বিদেশমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। এই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সংকট নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা প্রশমিত করার জন্য কূটনৈতিক চেষ্টা করেছেন তিনি।

এদিকে, ইউক্রেন উত্তেজনা কূটনৈতিক উপায়ে সমাধানের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আমেরিকা জানিয়েছে, যে কোনও সময় ইউক্রেনের ওপর আকাশপথে বোমা হামলা চালাতে পারে রাশিয়া। তবে ইউক্রেনে হামলার কোন পরিকল্পনা নেই বলে সব সময়ই জানিয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন সীমান্তে কমপক্ষে এক লক্ষ ৩০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। মোতায়েন হয়েছে সামরিক সরঞ্জামও। এই পরিপ্রেক্ষিতে ব্রিটেন ও আমেরিকা নিজেদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।