এবার করোনা রোগীদের পরিষেবার নামে লুটপাট চলছে বলে অভিযোগ উঠল খাস শহরে। অভিযোগ, ভর্তি থাকা করোনা রোগীদের কাছে জল, খাবার, কাগজপত্র পৌঁছে দিতে তোলাবাজি চলছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। অসহায়তার সুযোগ নিয়ে রোগীর আত্মীয়দের কাছ থেকে অকারণেই টাকা নিচ্ছেন চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণির কর্মীরা। তাঁদের আবার রেটও বাঁধা। এই নিয়ে এখন সরগরম হয়ে উঠেছে হাসপাতাল।
রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, পৃথক পৃথক কাজের জন্য আলাদা আলাদা চার্জ। জলের বোতল পৌঁছে দিতে ৫০ থেকে ১৫০ টাকা হাঁকছেন তারা। এমনকী সুপার স্পেশালিটি ব্লকে রোগীর বেডে ৫ লিটারের জলের বোতল পৌঁছে দিতে ৫০০ টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ। খবরের কাগজ, মোবাইল পৌঁছে দিতে ৩০০ টাকা চাওয়া হয়েছে। এমনকী জামাকাপড়, গামছা, তোয়ালে, সাবান, তেল পৌঁছে দিতে ২০০ টাকা রেট বরাদ্দ করা হয়েছে। সামান্য মোবাইল চার্জার পৌঁছে দেওয়ার জন্য লাগছে ৫০ থেকে ২০০ টাকা।
এখন তারা তথ্য দেওয়ার জন্যও রেট ঠিক করে ফেলেছেন। রোগী কেমন আছেন? শুধুমাত্র এই প্রশ্নের উত্তর দিতে বেডে গিয়ে কথা বলে পরিবার পরিজনকে জানাতে ২০ টাকা থেকে ১০০ টাকা রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ওয়ার্ডের ভেতর দিয়ে করোনা আক্রান্তকে বেড পর্যন্ত পৌঁছে দিতে ৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এই অভিযোগ পৌঁছেছে চিকিৎসকদের কাছেও। সুপারের অফিসে গিয়েও রবিবার কয়েকজন রোগীর আত্মীয় অভিযোগ জানালেন টাকা নেওয়ার।