জেলা

তোলাবাজির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

বালির গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। তা নিয়ে বচসার জেরে মারধর করা হল চালককে। তা নিয়ে রাস্তায় নেমে এল উত্তেজনা। সেখানে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী। তাতে আরও জলঘোলা হল। পরিস্থিতি বেগতিক দেখে পিছু হটে পুলিশ। এই ঘটনার জেরে থানায় বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়। যা চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী। পশ্চিম মেদিনীপুরের পিংলার রমনা এলাকায় এই ঘটনা ঘটেছে। বুধবার বেশি রাতে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য। তাঁর অভিযোগ, পথে তিনি দেখেন বালি–গাড়ির এক চালককে থানার এক কর্মী মারধর করছে। পাশেই দাঁড়িয়েছিল পুলিশের গাড়ি। নির্বাক দর্শক হয়ে।
আর চালকের অভিযোগ, মাসিক হিসেবে ১০ হাজার টাকা চায় পুলিশ। তা দিতে না চাইলে থানা থেকে বাপ্পা বলে একজনকে ডাকা হয়। বাপ্পা এসে মারধর শুরু করে চালকদের। এদিন ঘটনার পর বিজেপি কর্মী সমর্থকরা হট্টগোল শুরু করতেই পালায় বাপ্পা। তার ক্ষমা চাওয়ার দাবিতে প্রায় দু’‌ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। যদিও পুলিশের দাবি অভিযুক্ত যুবক পুলিশকর্মী নয়, থানায় কাজ করে।