দেশ

২ লাখ রাবার গাছের চারা নিয়ে কেরল থেকে গৌহাটি ছুটল “রাবার এক্সপ্রেস”

সম্প্রতি ভারতীয় রেল বিভিন্ন ধরণের চাহিদা অনুযায়ী ট্রেন চালাচ্ছে। বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে অন্যান্য যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ রয়েছে তখন ভারতীয় রেল দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র নির্বিঘ্নে পৌঁছে দিচ্ছে গন্তব্যে। এরই নবতম সংযোজন “রাবার এক্সপ্রেস” (Rubber Express)।

শনিবারই প্রথম রাবার এক্সপ্রেস ২ লাখ রাবার গাছের চারা নিয়ে কেরল থেকে অসম রওনা দিল। কেরলের তিরুভাল্লা রেলস্টেশন থেকে ২ লাখ রাবার গাছের চারা নিয়ে ১৫ কোচের ওই বিশেষ ট্রেনটি আগামী মঙ্গলবার অসমের গৌহাটি স্টেশনে পৌঁছাবে। এরপর সেগুলি অসম সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বন্টন করবে কেন্দ্রীয় রাবার বোর্ড। ৭২ ঘন্টার বেশি ট্রেনে সফরকালে গাছের চারাগুলো যাতে শুকিয়ে না যায় তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। সাধারণ মালগাড়ির বগির বদলে রাবার গাছের চারা পাঠানো হচ্ছে যাত্রী পরিবহনের কামরায়। তাতে পর্যাপ্ত হওয়ায় নষ্ট হবে না গাছের চারাগুলো। তবে ওই ট্রেনে কোনও যাত্রী উঠবে না।

 

এর আগে রেল লকডাউনে শ্রমিক স্পেশাল ট্রেন, কিষান রেল বা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন চালিয়ে নিজেদের সামাজিক দায়িত্ব পালন করেছে। এবার রাবার গাছের চারা দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্বের রাজ্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল ভারতীয় রেল। এরজন্য ভারতীয় রাবার বোর্ডের কাছ থেকে মাত্র ১৫ লাখ টাকা নিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে উত্তর পূর্বের কয়েকটি রাজ্যে ২০০০ হেক্টর জমিতে এই রাবার গাছ বসানো হবে বাণিজ্যিক উৎপাদনের জন্য।