রাজ্য

দূরপাল্লার ট্রেন বাতিল আজও

নাগাড়ে বৃষ্টির জেরে টিকিয়াপাড়া কারশেডে জল জমে রয়েছে শনিবারও। ইতিমধ্যেই পূর্ব রেল ১৬টির বেশি দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করেছে। রবিবারও একাধিক ট্রেন বাতিল থাকবে। কমানো হয়েছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যাও। শনিবার শিয়ালদহ শাখায় সেই অর্থে বিশেষ কোনও সমস্যা নেই। রেলের আধিকারিকরা জানিয়েছেন, শিয়ালদহ স্টেশন থেকে রেল পরিষেবা স্বাভাবিক।

টিকিয়াপাড়া কারশেডে জল জমার ফলে অটোমেটিক সিগনালিং সিস্টেম পুরোপুরি কাজ করছে না। ফলে ট্রেন চলাচল বারবার ব্যাহত হচ্ছে। বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেন কিংবা স্টাফ স্পেশাল ট্রেন দাঁড় করিয়ে রাখতে হয়েছে। মূলত হাওড়া শাখায় ১৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়েছে রামপুরহাট, আসানসোল, মালদহ, শিলিগুড়ি পর্যন্ত যে সমস্ত দূরপাল্লার ট্রেন হাওড়া থেকে ছাড়ে সেগুলি বাতিল করা হয়েছে। হাওড়া–দিল্লি রুটেরও ৬টি ট্রেন বাতিল করা হয়েছে।

স্টাফ স্পেশাল ট্রেন চলাচল করে সেগুলি চালাতেও সমস্যা হচ্ছে। হাওড়ার পরিবর্তে বালি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। হাওড়া–বর্ধমান কর্ডলাইনে যে স্টাফ স্পেশাল ট্রেন রয়েছে সেগুলিকে ডানকুনি পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। দক্ষিণ–পূর্ব শাখাতেও একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়ার পরিবর্তে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন সাঁতরাগাছি খড়গপুর এবং শালিমার স্টেশন থেকে ছাড়বে। তবে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল, ইস্ট কোস্ট রেল, ইস্ট সেন্ট্রাল রেল—এই সব ক’টি জোন হাওড়া অথবা শিয়ালদহগামী ট্রেনের যাত্রাপথ হয় বাতিল করেছে।