দেশ ব্রেকিং নিউজ

রেললাইনের ট্রলিতে ধাক্কা ট্রেনের!‌

রেললাইন মেরামতির কাজ চলছিল। তাই ট্র্যাকের উপরই দাঁড়িয়েছিল ট্রলি। হাওড়া–সেকেন্দ্রাবাদ স্পেশ্যাল এক্সপ্রেস সোজা গিয়ে তাতে ধাক্কা দিল। সাঁতরাগাছিতে এই দুর্ঘটনায় বড়সড় বিপদ এড়াল আপ হাওড়া–সেকেন্দ্রাবাদ স্পেশ্যাল এক্সপ্রেস। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। যাত্রী নিরাপত্তা নিয়ে ফের উঠে গিয়েছে একাধিক প্রশ্ন।

হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল সেকেন্দ্রাবাদ স্পেশ্যাল ট্রেনটি। সাঁতরাগাছির কাছে এসে আচমকাই দুর্ঘটনা। রেলট্র্যাকের উপর দাঁড়িয়েছিল একটি ট্রলি। রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। ফলে ট্রেনটি এসে সজোরে ধাক্কা মারে ট্রলিতে। ব্যাপক ঝাঁকুনি দিয়ে থেমে যায় ট্রেন। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেশ কিছুক্ষণ ধরে আটকে ছিল ট্রেনটি। দাঁড়িয়ে পড়ে অন্যান্য ট্রেনও। দুর্ঘটনাগ্রস্ত ট্রলিটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকরা ছুটে আসেন ঘটনাস্থলে। যদিও কী কারণে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে মুখে কুলুপ রেলকর্তাদের। দক্ষিণ-পূর্ব রেলসূত্রে খবর, ঘটনার তদন্ত হবে। তারপরই কারণ স্পষ্ট হবে।

এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে রেলের নিরাপত্তা নিয়ে। এক, কোনও ট্রেন যাওয়ার পথে কেন ট্রলি ছিল? দুই, রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন কেন ট্রেনটিকে ওই ট্র্যাকে পাঠানো হল? তিন, যদি কাজই চলে তাহলে ট্রেন থামানোর সিগন্যাল কেন দেওয়া হয়নি? রেলকর্মীদের উদাসীনতারও অভিযোগ উঠেছে। তবে এত প্রশ্নের উত্তর মেলেনি এখনও।