রাজ্য লিড নিউজ

বিশ্বভারতী ইস্যুতে বিস্ফোরক অনুপম

ছাত্রের রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দুদিন ধরে উপাচার্যের বাড়ির সামনে বসে থাকা সত্বেও মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেননি বিশ্বভারতীর উপাচার্য। এরপর শান্তিনিকেতনে উপাচার্যের বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা । এরপর রাজ্যপালকে প্রাণের আশঙ্কা প্রকাশ করে এসএমএস করেন উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী এছাড়া মুখ্যসচিবকে বিষয়টি জানান।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীকে এসে মরদেহ দেখতে হবে তাতে মালা দিতে হবেই দাবিতে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোকজন। বিশ্বভারতী পাঠভবন একাদশ শ্রেণির ছাত্র অসীম দাস এর রহস্য মৃত্যুর ঘটনায় ক্ষোভ বাড়ছে। এবার এই বিষয়ে বিস্ফোরক পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা।

অনুপম হাজরা লিখেছেন, সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে দেখা করার মানবিকতাটুকু নেই। বিশ্বভারতীর উপাচার্যকে প্রশ্ন অনুপমের। তিনি আরও লেখেন, বিশ্বভারতীতে ছাত্রের মৃত্যু যথেষ্ট বেদনাদায়ক। বাবা-মায়ের ব্যাকুল আর্তির কথা মাথায় রেখে উপাচার্যের উচিত ছিল অন্তত একবার ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করা। একজন শিক্ষকের কাছ থেকে অন্তত এটুকু মানবিকতা কাম্য।

অনেকেই কমেন্ট করেছেন তাঁর এই পোস্টটিতে।একজন লিখেছেন, ‘একদম ঠিক লিখেছেন।’ আবার একজন লিখেছেন, ‘অবশ্যই দেখা করা উচিত ছিল।’

ওই ছাত্রের মৃত্যু আদতে আত্মহত্যা নাকি খুন তার সঠিক তদন্ত করুক পুলিশ। কি কারনে মৃত্যু হল এই ঘটনার সঠিক তদন্ত চাইছেন তারা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিশ্বভারতী উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় আন্দোলনরত ছাত্র ছাত্রীরা। এই ঘটনার প্রতিবাদে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে একটি মিছিল করা হয় বিশ্বভারতী চত্বরে।