গভীর রাতে পাকিস্তানের করাচির একটি বাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। ঘটনায় নিহত ১জন, গুরুতর আহত প্রায় ১৩ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ঠিক দুই সপ্তাহ আগেই পাকিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়িও। বিস্ফোরণটি ঘটেছে ইউনাইটেড বেকারির কাছে।
আশঙ্কাজনক অবস্থায় আহতরা জিন্নাহ হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের মধ্যে আবার দুজন সরকারি কর্মচারী রয়েছেন। এই বিস্ফোরণ বিষয়ে পাকিস্তানের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (দক্ষিণ) শারজিল জানান, ”১২ ই মে রাতের এই বিস্ফোরণের ঘটনায় অনেকগুলি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশেপাশে যে ভবন গুলি ছিল সেগুলির জানালা ভেঙে পড়েছে।”
জিন্নাহ হাসপাতালে যে আহতদের দেখতে যান করাচির প্রশাসক মুর্তজা ওয়াহাব । বিস্ফোরণের কারণ হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী সিন্ধ মুরাদ আলী শাহকে যে প্রাথমিক তথ্য দেওয়া হয়েছে, সেই অনুযায়ী একটি বাই সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছিল ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। সেখান থেকেই বিস্ফোরণটি ঘটেছে। এক মাসের মধ্যে করাচির এই দ্বিতীয় বিস্ফোরণে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে প্রশাসনের।
বোম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাইকেলের ক্যারিয়ারে বিস্ফোরকদ্রব্য রাখা হয় যা একটি টাইম ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটায়। পাশাপাশি বোমাটি স্থানীয়ভাবে তৈরী করা হয় আর এটিতে ব্যবহার করা হয়েছে প্রায় দুই থেকে আড়াই কিলোগ্রাম বিস্ফোরক উপাদান।