জেলা ব্রেকিং নিউজ

মালদহে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ২

এগরা ও বজবজের পর এবার মালদহ। ফের অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ। মালদহের ইংরেজবাজার পুরসভার নেতাজি পুরবাজার এলাকায় মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আগুন ধরে যায় গুদামে। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্তত তিন জন গুরুতর জখম। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সকালে বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়েরা প্রথমে ভেবেছিলেন, কোথাও বোমা ফেটেছে। কিন্তু পরে জানা যায়, বাজারে যে বাজির গুদাম রয়েছে, সেখানে বিস্ফোরণ হয়েছে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকালে গুদামের সামনে গাড়ি থেকে কার্বাইড নামানো হচ্ছিল। সেই কার্বাইড অসাবধানতায় নীচে পড়ে যায়। তার পরেই হয় বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে গুদামে আগুন ধরে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। পাশের আট-দশটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের আনার কাজ শুরু হয়। আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন। আপাতত ঘটনাস্থল ঘিরে রেখেছে ইংরেজবাজার থানার পুলিশ।