আশ্চর্য লাগলেও এটাই বাস্তব। স্বাস্থ্য ভবনের পাঠানো বিশেষজ্ঞ দল উত্তরবঙ্গে পৌঁছেই চলে গেল কোয়ারেন্টাইনে। এমন ঘটনা আগে দেখা যায়নি। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে প্রশাসন। উত্তরবঙ্গে করোনা নিয়ন্ত্রণের জন্য বিশেষজ্ঞ দল পাঠিয়েছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে পাঠানো সেই পুরো সরকারি দলটাই চলে গেল কোয়ারেন্টাইনে। ২৮ জনের সরকারি এক্সপার্ট দল এই মুহূর্তে উত্তরবঙ্গে গৃহবন্দি। এই ঘটনা প্রকাশ্যে আসতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
কেন এমন ঘটনা ঘটল? জানা গিয়েছে, দলের এক চিকিৎসকের করোনা সংক্রমণ রিপোর্ট মেলার পরই সংকটে পড়েন বাস ভর্তি বিশেষজ্ঞ দল। গোটা দলটিকেই পাঠিয়ে দেওয়া হয় কোয়ারেন্টাইনে। আক্রান্ত ওই চিকিৎসককে ভর্তি করা হয়েছে চ্যাং হাসপাতালে। এই চিকিৎসক দলের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গে করোনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সাহায্য দেওয়া।
উত্তরবঙ্গের প্রশাসন সূত্রে খবর, দলে ছিলেন ২১ জন চিকিৎসক, ২ জন নার্স, ১ জন রেডিওলজিস্ট, ২ জন টেকনিশিয়ান এবং ২ জন স্বাস্থ্যকর্মী। এই দলেই থাকা এক চিকিৎসক করোনাভাইরাস সংক্রমণে সংক্রমিত হন। তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ২৭ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সাহায্য করতে এসে গোটা দলটাই চলে গেল কোয়ারেন্টাইনে। যা ভাবতে পারছেন না অনেকেই।
