শনাক্তের ছয় মাস পেরিয়ে যাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অতি-সংক্রামক নভেল করোনাভাইরাসের উৎস খুঁজতে আবারও একটি বিশেষজ্ঞ দল চীনে পাঠানোর ঘোষণা দিয়েছে। বিশ্বজুড়ে পাঁচ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া এই ভাইরাসের উৎস তদন্তে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ দল আগামী সপ্তাহে চীন যাবে।
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ভাইরাসটির সংক্রমণের শুরু-সহ আমরা যখন এটি সম্পর্কে সবকিছু জানতে পারবো, তখন আমরা আরও ভালোভাবে লড়াই চালাতে পারবো। এটি প্রস্তুত করার জন্য আমরা আগামী সপ্তাহে আবারও একটি বিশেষজ্ঞ দল চীনে পাঠাবো।
চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসটি ছয় মাস আগে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। রহস্যময় এই ভাইরাসের কারণে নিউমোনিয়ার মতো সৃষ্ট রোগকে পরবর্তীতে কোভিড-১৯ নামকরণ করা হয়। গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে এই ভাইরাসের বিস্তারের কারণে মহামারি ঘোষণা করে। বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশে এক কোটি ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এই ভাইরাসে বিশ্বজুড়ে ৫ লাখের বেশি মানুষ মারা গেছেন। প্রত্যেকদিনই প্রাণঘাতী এই ভাইরাসে লাখ লাখ মানুষ আক্রান্ত হলেও এখন পর্যন্ত এর কোনও প্রতিষেধক কিংবা চূড়ান্ত ভ্যাকসিন পাওয়া যায়নি। তবে চীন ইতোমধ্যে দেশটির সামরিক বাহিনী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অন্তত তিনটি ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে।