রাজ্য লিড নিউজ

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিটে অভিজ্ঞ অফিসার

নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই অফিসার স্নেহাংশু বিশ্বাসকে ‘স্পেশাল ইনভেস্টিগেশন টিম’-এ যুক্ত করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্নেহাংশু বিশ্বাসকে ২০ অক্টোবরের মধ্যে কলকাতায় বদলি করে আনার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি দিল্লিতে কর্মরত রয়েছেন।

দুর্গাপুজোর ছুটির পর যাবতীয় রিপোর্ট জমা দিতে হবে বলেই জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিবিআই অফিসার স্নেহাংশু বিশ্বাসকে বদলি করা যাবেনা বলেই নির্দেশ দিয়েছেন বিচারপতি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিআইজি সিবিআই অশ্বিন সেনভিকে সিট পুনর্গঠনের নির্দেশ কার্যকর করতে বলেন।

আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় ও সুদীপ্ত দাশগুপ্ত এদিন আদালতে জানান, রাজ্য প্রাথমিক কাউন্সিল সুপ্রিম কোর্টে আবেদন করেছে। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ‘আদালতকে ইচ্ছাকৃতভাবে বিরক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে প্রাইমারি বোর্ড অফ এডুকেশন।’ এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ নভেম্বর হবে বলেই সূত্রের খবর।