কয়েকদিন আগেই র্যাবের হাতে ধরা পড়েছেন অভিনেত্রী পরিমণি। একাধিক যৌন–সম্পর্কে লিপ্ত থাকা এবং মাদক দ্রব্য পাচার–মজুত রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের নায়িকা পরিমনির বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিদেশি মদের বোতল, মাদক দ্রব্য উদ্ধার করে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন৷
তারপরেই অভিনেত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়৷ সেই থেকে পুলিশের হেফাজতেই রয়েছেন পরীমনি৷ তাঁকে জেরা করে নানা তথ্য উঠে আসছে। তাঁকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানতে পেয়েছে পুলিশ৷ একাধিক পুলিশ কর্তার সঙ্গেও তাঁর শারীরিক সম্পর্কও ছিল। এবার আলোচনায় এসেছে পরিমনি যে গাড়ি ব্যবহার করেন, সেই বিলাসবহুল ‘Maserati’ নিয়ে ৷
এই গাড়ির দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা৷ পরিমনি এই গাড়িটি নাকি নিজে কেনেননি৷ তাহলে তাঁকে এটা কে দিয়েছে? সূত্রের খবর, বাংলাদেশের এক বেসরকারি ব্যাঙ্কের চেয়ারম্যানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাঁর৷ তিনিই পরিমণিকে উপহার দেন এই বিলাসবহুল গাড়িটি বলে জানা গিয়েছে৷ যদিও পরিমনি দাবি করেন, তিনি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে এই গাড়িটি কিনেছেন৷
এই অভিনেত্রী গ্রেপ্তার হওয়ার আগে ফেসবুক লাইভ করেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। পরিমনিকে জিজ্ঞাসাবাদের মধ্যেই গাড়ির প্রসঙ্গও উঠে আসে। রিমান্ডে পরিমনির দেওয়া তথ্য অনুযায়ী ওই ব্যাঙ্ক চেয়ারম্যানের বিষয়ে এখন খোঁজখবর নিচ্ছেন তদন্তকারী অফিসাররা৷