ব্রেকিং নিউজ রাজ্য

চাঞ্চল্যকর তথ্য! পেরিয়ে গেছে সময় সীমা, দ্বিতীয় ডোজ হয়নি কত মানুষের জানেন?

ভ্যাকসিন নেওয়ার দ্বিতীয় ডোজের সময়সীমা পেরিয়ে গেলেও রাজ্যে প্রায় ৪৫ লক্ষ মানুষের টিকা নেওয়া হয়নি, এমনটাই বলছে রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট। সোমবারই জেলাগুলিকে এই পরিসংখ্যান পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলল রাজ্য স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, সময়সীমা পেরিয়ে যাবার পরেও কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেয়নি ৬৯৮৩৮৩ জন এবং কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেয়নি ৩৫৪৭১৬৫ জন। যা নিয়ে চিন্তায় রয়েছে নবান্ন ও রাজ্য স্বাস্থ্য দফতর।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে কলকাতাতেই এই দুই ভ্যাকসিন-এর দ্বিতীয় ডোজ বাকি থাকা ব্যক্তির সংখ্যা সব থেকে বেশি। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। প্রতি জেলাতেই কমবেশি এই ধরনের সংখ্যা রয়েছে।

সোমবার, মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব ভিডিও কনফারেন্স করে জেলাগুলিকে দ্বিতীয় ডোজ দেওয়ার উপরে অগ্রাধিকার দিতে এবং  জেলাগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।