আবগারি দূর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১ এপ্রিল পর্যন্ত ইডি-র হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধানকে ৭-দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল ইডি। কিন্তু ১ এপ্রিল পর্যন্ত হেফাজতের মেয়াদ বৃদ্ধি মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ইডি আদালতে বলে, ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে তল্লাশির সময় বাজেয়াপ্ত করা অন্য ৪টি ডিজিটাল ডিভাইস থেকে ডেটা এখনও উদ্ধার করা হয়নি, কারণ এ বিষয়ে কেজরিওয়াল নিজের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার জন্য সময় চেয়েছে৷ তবে একটি মোবাইল ফোনের ডেটা সংগ্রহ করা হয়েছে এবং তা বিশ্লেষণ করা হচ্ছে। এদিন আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় কেজরিওয়াল ফের একবার বলেন, তাঁর গ্রেফতারি আসলে রাজনৈতিক ষড়যন্ত্র। মানুষ এর জবাব দেবে।