দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার আপ-এর আরও এক বিধায়ককে তলব করল ইডি। জানা গিয়েছে, সোমবারই আম আদমি পার্টির বিধায়ক দুর্গেশ পাঠককে দিল্লির ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, এদিন দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহায়ক বৈভব কুমারকে জেরা করছে। বৈভব প্রথম সিবিআইয়ের জেরার মুখে জানান, মদনীতি চূড়ান্ত করার আগে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে খসড়া কপি পাঠানো হয়েছিল। তিনি খসড়া চূড়ান্ত করার পর সেটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পেশ করা হয়।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেছেন আম আদমি পার্টির নেত্রী তথা মন্ত্রী আতিশী। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কিছুদিনের মধ্যেই ইডি তাঁকে গ্রেফতার করবে। একইসঙ্গে আতিশী বলেন, ‘সৌরভ ভরদ্বাজ, রাঘব চাড্ডাকেও গ্রেফতার করা হবে।’ দিল্লির আদালতে ইডি জানিয়েছে, আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দকে জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, মূল হোতা বিজয় নায়ারের সঙ্গে যোগাযোগ রাখতেন আতিশী এবং সৌরভ ভরদ্বাজ। অন্যদিকে, দীর্ঘ ৬ মাস পর আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং।