ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়া সময়ের অপেক্ষা মাত্র। সেই লক্ষ্যেই শুক্রবার ভারত-বাংলাদেশ সীমান্তে এক্সচেঞ্জ বাস পরিষেবা মহড়া শুরু হল। ঢাকা-কলকাতা বাস পরিষেবা চালু হওয়ার আগে উত্তর ২৪ পরগনার বসিরহাট সংলগ্ন ঘোজাডাঙ্গা সীমান্তে তাই এখন জোর প্রস্তুতি।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত ও বাংলাদেশ সীমান্ত বরাবর আগামী এক মাসের মধ্যে আন্তর্জাতিক বাস পরিষেবা চালু হবে। এদিন সরকারি পরিবহন দপ্তরের একটি মিনিবাসে কলকাতা থেকে কিছু যাত্রীদের নিয়ে যাওয়া হয় ঘোজাডাঙ্গা সীমান্তে। অন্য প্রান্তে বাংলাদেশের ঢাকা থেকে ভোমরা সীমান্তে একটি বাসে করে কিছু যাত্রী নিয়ে পৌঁছানো
হয়। এরপর দুই দেশের যাত্রীদের মধ্যে আলাপচারিতার মধ্য দিয়ে ফুল ও মিষ্টি দিয়ে একে অপরের শুভেচ্ছা বিনিময় ঘটে। আর এই দুই দেশের যাত্রী এক্সচেঞ্জ মহড়ায় যাত্রীরা বয়ে নিয়ে আসেন অফুরান ভালোবাসা।
ঘোজাডাঙ্গা আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক রাজু সাহাজি বলেন,”বনগাঁ বেনাপোলে গাড়ি বাংলাদেশ থেকে ভারতে আসে। আমাদের দীর্ঘদিনের চেষ্টা ছিল ঘোজাডাঙ্গা সীমান্তে পরিবহনের বাস এক্সচেঞ্জ করে পর্যটকরা এদেশ থেকে ওদেশে গেলে বাণিজ্য যেমন একদিকে লাভ হবে, অন্যদিকে ওই দেশের পর্যটকরা এদেশে আসলে সীমান্ত অনেকটা আন্তর্জাতিক বাণিজ্য প্রসারিত হবে।” এদিনের ঘোজাডাঙ্গা সীমান্তে বাস পরিষেবার মহড়ার মধ্য দিয়ে দুই দেশের সীমান্ত বাণিজ্যের সুদূর প্রসারিত হবে বলেই মনে করছেন অভিজ্ঞ মহল।