জেলা ব্রেকিং নিউজ

বালুরঘাটে নবদম্পতির অভিনব উদ্যোগ

নানা ধরনের অনুষ্ঠানের কথা আমরা আগে শুনে এসেছি, কিন্তু এই রকম অভিনব অনুষ্ঠানের কথা এর আগে হয়তো শোনা যায়নি। ভাবছেন কি সেই অনুষ্ঠান। তবে শুনুন। বালুরঘাট থানার জলঘর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াডাঙ্গা গ্রামে বধূ বরণ উপলক্ষে অনুষ্ঠিত হল “রক্তদানে বধূবরণ” অনুষ্ঠান। রবিবার প্রাথমিক স্কুল শিক্ষক বিপ্লব বর্মন ও নার্স লতা সেন বর্মনের বৌভাতের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে নিমন্ত্রিত ব্যক্তিদের ভুরিভোজের পাশাপাশি বিয়ে বাড়িতেই আয়োজন করা হয় রক্তদান শিবিরের। পাশাপাশি এলাকার গরীব দুঃস্থ মানুষদের বিলি করা হয় নতুন বস্ত্র। নব দম্পতি দুজনেই স্বাক্ষর করেন মরনোত্তর চক্ষুদানেরও। সহযোগিতায় ছিল উদ্যোগ স্বেচ্ছাসেবী সংস্থা। বৌভাতের দিন এই রকম অনুষ্ঠানের আয়োজনের কারণ হিসেবে পাত্র বিপ্লব বর্মন জানান, ভবিষ্যত প্রজন্মকে উৎসাহিত করতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা।

রক্তদান হল জীবনের সবচেয়ে মহৎ দান। কনে লতা সেন পেশায় একজন স্বাস্থ্য কর্মী। অতএব মানুষের জীবন বাঁচাতে একটু রক্তের কতখানি প্রয়োজন তার কারও অজানা নয়। তাই তিনি তাঁর স্বামীর অনুপ্রেরনাতে এবং নিজের বৈপ্লবিক মন থেকেই এই ধরনের কাজে এগিয়ে এসেছেন।

এদিন অনুষ্ঠান বাড়িতে তিন কন্যা দানের মতো রক্তদান বস্ত্রদান এবং মরণোত্তর চক্ষুদান অনুষ্ঠিত হয়। সঙ্গে ছিল প্রীতি ভোজের আয়োজন। এইরকম একটি অনুষ্ঠানে এই জনহিতকর কাজে খুশি নবদম্পতির আত্মীয়-স্বজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা প্রত্যেক নিমন্ত্রিতরা।