নজিরবিহীন সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে! ঈদ উপলক্ষ্যে আগামী ২, ৪ এবং ৫ মে পরীক্ষা বন্ধ থাকছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
ঈদ উপলক্ষে এই পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ। সেই দাবিকেই মান্যতা দিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। জানান হয়েছে, ঈদের আগের দিন এবং পরের দুই দিন পরীক্ষা বন্ধ থাকছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
জানা গিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনের যাদবপুর ইউনিটের সভাপতি সঞ্জীব প্রামাণিক উপাচার্যকে ই–মেল মারফত ঈদের আগে এবং পরে পরীক্ষা না রাখার দাবি জানিয়েছিলেন। উপাচার্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
সামনেই খুশির ঈদ! ঈদের এই বিশেষ দিনটি মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, সমগ্র রাজ্যজুড়েই মহাসমারোহে পালিত হয় এই দিন। এক মাসের রোজা শেষ করে যখন মুসলমানরা চাঁদের মুখ দেখেন স্বাভাবিকভাবেই খুশিতে মেতে ওঠেন তাঁরা। নতুন পোশাকে, সুস্বাদু খাবার খেয়ে মুসলমানরা প্রত্যেকেই মেতে ওঠেন উৎসবের এই দিনে। এই খুশির দিনটি পালন করেন তাঁরা।
প্রতিবারের মতো এবারও রাজ্যের তরফে সরকারি কর্মচারীদের দেওয়া হবে উৎসব ভাতা। ইতিমধ্যেই এই বিষয়ে নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গিয়েছে যে, সর্বনিম্ন ৪,৮০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত উৎসব ভাতা দেওয়া হবে কর্মচারীদের।