চলে গেলেন শেষ সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল সের্গেইভিচ গর্বাচেভ। তিনি সোভিয়েত ইউনিয়নের পতন রোধ করতে ব্যর্থ হয়েছিলেন ঠিকই কিন্তু দেশনায়ক থাকাকালীন বিশ্বব্যাপী শীতলযুদ্ধের অবসান ঘটিয়েছিলেন।
মঙ্গলবার ৯১ বছর বয়সে মস্কোর এক হাসপাতালে প্রয়াত হলেন গর্বাচেভ। শেষ সোভিয়েত রাষ্ট্রপতি গর্বাচেভ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অস্ত্র কমানোর চুক্তি এবং পশ্চিমী শক্তির সাথে অংশীদারিত্বের মাধ্যমে ‘শীতল যুদ্ধের’ আবহ সরিয়ে দিয়েছিলেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপকে বিভক্ত করেছিল এবং জার্মানির পুনর্মিলন ঘটায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,তাঁর বিস্তৃত অভ্যন্তরীণ সংস্কার সোভিয়েত ইউনিয়নকে দুর্বল করেছিল যা কিনা ভেঙেও পড়েছিল আর এই সময়কালকে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বিংশ শতাব্দীর “সর্বশ্রেষ্ঠ ভূ-রাজনৈতিক বিপর্যয়” বলে অভিহিত করেছেন।
You must be logged in to post a comment.