রাজ্য

প্রাক্তন গোয়েন্দা প্রধান করোনা আক্রান্ত, মৃত্যু স্ত্রীর

করোনাভাইরাস নিয়ে রাজ্য সরকার যতই তথ্য দিক, আসলে যে তা হাতের বাইরে চলে গিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার আরও একটি প্রমাণ মিলল খাস কলকাতায়। করোনায় মৃত্যু হল কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষের স্ত্রীর। আর আক্রান্ত হলেন তিনিও। তবে পরীক্ষায় তাঁর ছেলের ফল নেগেটিভ এসেছে। সুতরাং বোঝা যাচ্ছে শহর কলকাতায় ছেয়ে গিয়েছে করোনা সংক্রমণ।
সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন গোয়েন্দা কর্তার স্ত্রী। জ্বর হয়েছিল তাঁর। আকাঙ্খা মোড়ে নিজের বাড়িতেই আইসোলেশনে থাকতে শুরু করেন গোয়েন্দা প্রধান ও তাঁর স্ত্রী–ছেলে। শনিবার নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে স্বামী–স্ত্রীর। হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা করা যায়নি। বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা করার সময়ই হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে।
হাসপাতাল সূত্রে খবর, হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় প্রাক্তন গোয়েন্দা প্রধানের স্ত্রীর। শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মৃত্যু হয় তাঁর। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পল্লবকান্তি ঘোষ। তবে এই সংক্রমণ কিভাবে তাঁদের মধ্যে ছড়িয়ে পড়েছে তা এখনও জানা যায়নি। তবে সেই সূত্রের খোঁজ করা হচ্ছে। গোটা এলাকায় এই খবর চাউর হতেই আতঙ্কের সৃষ্টি হয়েছে।